বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাছের বরফে তৈরি হয় লাচ্ছি-আইস কফি

news-image

চাঁদপুরের হাজীগঞ্জে মাছের বরফ দিয়ে লাচ্ছি, আইস কফিসহ অন্যান্য পানীয় তৈরির দায়ে নদী বাড়ি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার বিকেলে ডাকাতিয়া নদীর তীরে গড়ে ওঠা হোটেনল-রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে পচা খাবার পরিবেশনের দায়ে আরো তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, বিভিন্ন অভিযোগে চার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কলেজ ফাঁকি দিয়ে আড্ডা দেয়ার অপরাধে কয়েকজন ছাত্রছাত্রীকে আটক করা হয়। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।এ সময় হাজীগঞ্জের ইউএনও বৈশাখী বড়ুয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।