শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে বাইক চুরির ফুটেজের পোস্ট দিয়ে পুরস্কার ঘোষণা, তারপর..!

news-image

রাজধানীর রামপুরার একটি বাসার গ্যারেজ থেকে ইয়ামাহা ফেজার বাইক চুরি হয়। পাশের বাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই ব্যক্তিকে সনাক্ত করা হয়। বাইক চোরের সন্ধানে ৩০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে ফেসবুক গ্রুপ ‘ভয়েস অফ রাইটস’-এ পোস্ট দেয়া হয়। ১৬ জুলাই ভোর সাড়ে ছয়টার দিকে চুরি হওয়া বাইকটি এক ব্যক্তির তথ্যমতে ২৯ জুলাই দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে উদ্ধার করা হয়েছে।

গত ১৭ জুলাই মো. মুন্না নামের এক ব্যক্তি ‘ভয়েস অফ রাইটস’ ফেসবুক গ্রুপে লেখেন, ‘একজন বাইকারের সহযোগিতায় এগিয়ে আসুন।

দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল সকাল ৬.৩০ মিনিট এ রামপুরার বনশ্রীর ৬ নম্বর রোডের (ব্লক-ই) বাসার গ্যারেজ থেকে একটি বাইক চুরি হয়ে গিয়েছে। এখন পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি। পাশের বাসার একটি বাসার সিসি ফুটেজ থেকে দুজন চোরের চেহারা সনাক্ত হয়েছে। চোরদের অথবা বাইকটি যদি কেউ কোথাও দেখে থাকেন দয়া করে জানাবেন। কোন সহৃদয়বান ব্যক্তি যদি চোরদের সন্ধান দিতে পারেন অথবা সঠিক পরিচয় দিতে পারেন এবং সকল তথ্য ঠিক হলে উনাকে নগদ ৩০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। সন্ধানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে।’

ফেসবুকে পোস্ট দেয়ার পর এক ব্যক্তি ফুটেজে থাকা ব্যক্তিকে চিনতে পারেন। তার দেয়া তথ্য নিয়ে থানায় জিডি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে চোরকে আ’টক করে এবং বাইক উদ্ধার করে।

আজ মঙ্গলবার ফের সেই গ্রুপে পোস্ট দেন। মুন্না লেখেন, ‘অবশেষ নরসিংদীর মাধবদি বাজার থেকে রাত ৩.৪০ এ বাইক উদ্ধার হলো। প্রথম চোরের সাথে জড়িত ছিল আরো দুজন। আগের পোস্টগুলো দেখে একজন অপরিচিত মানুষ চিনেছে একজনকে। উনার সহায়তায় প্রধান আসামিকে দক্ষিণ বনশ্রী তার নিজের বাসা থেকে ধরা হয়েছে। আর বাকি দুজনকে নরসিংদী থেকে বাইকসহ আ’টক করা হয়েছে রাত ৩.৪০ এ।’