শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর সিটি মেয়র মোস্তফার কৃতজ্ঞতা

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট, সাবেক সেনাবাহিনীর প্রধান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ এমপি মহোদয়ের জানাযা এবং জানাযা পরবর্তী দাফন রংপুরের পল্লীনিবাসে সুষ্ঠু ও সুন্দরভাবে হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এক কৃতজ্ঞতা বার্তায় তিনি জানান, পুরো প্রক্রিয়াটি সুসম্পন্ন করতে রংপুসহ উত্তরাঞ্চলের এরশাদভক্ত সাধারণ মানুষ, জাতীয় পার্টির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, সাংবাদিক, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ সবাই যেভাবে সহযোগিতা করেছেন, তাতে আমি সামান্য একজন মানুষ হিসেবে চিরঋনী হয়ে থাকবো। আপনাদের সবার সহযোগিতা না পেলে কোনভাবেই উন্নয়ন, অগ্রগতি, পরমত সহিষ্ণু রাজনীতির চেতনার বাতিঘর, আমার রাজনৈতিক পিতা দেশ বিদেশে সমাদৃত অবিসংবাদিক ও কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব হুসেইন মুহম্মদ এরশাদের সমাধি রংপুরে দেয়া সম্ভব হতো না। আপনাদের এই ঋণ আমি কখনই শুধতে পাবো না।

কৃতজ্ঞতা বার্তায় মেয়র বলেন, আপনাদের সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। তবুও কৃতজ্ঞ হয়ে এতটুকু বলতে চাই, ভালোবাসা, স্বচ্ছতা, জবাবদিহীতা নিয়ে আপনাদের সবার পাশে আমাকে আমৃত্যু থাকার সুযোগ করে দিবেন। পরিশেষে আমার রাজনৈতিক পিতার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি।