শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে নদ নদী পানি বৃদ্ধি

news-image

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। চাড়াল কাটা, ধাইজান, বুড়িখোড়া, যমুনেশ্বরী নদী উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলে প্লাবিত হয়েছে।

মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ম্যান মাহমুদুল হোসেন শিহাব জানান অব্যাহত ভারী বর্ষনে মাগুড়া ইউনিয়নের দোলাপাড়ায় রাস্তাঘাট তলিয়ে গেছে এবং কয়েকটি পুকুর মাছ ভেসে গেছে। এতে এলাকাবাসীর অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির মধ্যে পড়েছে।

এছাড়াও কিশোরগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায় ইসমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর চাঁদখানা প্রাথমিক বিদ্যালয়, বড়ভিটা প্রাথমিক বিদ্যালয়, পুশনা প্রাথমিক বিদ্যালয় মাঠ পানির নিচে তলিয়ে গেছে।