শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে লট প্রথার অবসান ১০০ শেয়ারের জন্য একই পরিশ্রম

shareক্যাম্পাস প্রতবিদেক:শেয়ারবাজারে দীর্ঘদিন পর লট প্রথার অবসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন সফটওয়্যারে লট প্রথা বিলুপ্ত করা হয়েছে। এখন থেকে বিনিয়োগকারীরা চাইলে কোনো কোম্পানি একটি শেয়ারও কিনতে পারবে। আবার বিক্রিও করতে পারবে। এর ফলে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমেছে। স্টক এক্সচেঞ্জের মেম্বরবা বলছেন, লট ভেঙে যাওয়ায় তাদের সমস্যা হচ্ছে। কারণ একটি শেয়ার বিক্রির জন্যও তাদের যে পরিশ্রম, ১০০ শেয়ারের জন্য একই পরিশ্রম। ফলে তাদের আয় কমছে।

জানা গেছে, সংখ্যার বিবেচনায় বতর্মানে বাজারে কোম্পানিগুলোর লটে ৪ ধরনের শেয়ার রয়েছে। এগুলো হল ১০, ৫০, ১০০ এবং ৫০০টি। কোনো কোম্পানি বোনাস শেয়ার ঘোষণা করলে এই তালিকার বাইরে যদি শেয়ার সংখ্যা এই ক্রমের মধ্যে না পড়ে তাকে অডলট বলে। অডলটের শেয়ার নিয়ে ভোগান্তি পোহাতে হয় বিনিয়োগকারীদের। অনেক সময়ই এসব শেয়ারের ক্রেতা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। আবার ক্রেতা পাওয়া গেলে পাওয়া যায় না ন্যায্যমূল্য। পুঁজিবাজারে অডলট মার্কেট নিয়ে বিনিয়োগকারীদের ভোগান্তি বাড়ছে। কারণ অধিকাংশ কোম্পানির বোনাস লভ্যাংশ লট পূরণে সহায়ক না হওয়ায় অডলটের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের ভোগান্তিতে পড়তে হয়।বিনিয়োগকারী জানান, অধিকাংশ কোম্পানি বছর শেষে যে স্টক ডিভিডেন্ড দেয় তা এক লটও হয় না আবার অর্ধেকও হয় না। কোনো কোম্পানি যদি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়, তবে ওই কোম্পানির শেয়ার এক লট (১০০টি শেয়ারে লট হিসাবে) করতে আরও ৯০টি শেয়ারের প্রয়োজন। আর মূল বাজারে সাধারণত সর্বনিু এক লট ছাড়া ক্রয়-বিক্রয় হয় না। ফলে ওই কোম্পানির শেয়ার এক লট করতে আরও ৯০টি শেয়ার কিনতে হবে অথবা ১০টি বোনাস শেয়ার বিক্রি করতে হবে। লভ্যাংশ পাওয়া কোনো বিনিয়োগকারী যদি ১০০টি শেয়ার পূরণ করতে চান তাহলে তাকে ১০টি শেয়ার পাওয়ার জন্য ১০ জন বিনিয়োগকারীর কাছে যেতে হবে। অতীতে দেখা গেছে, এই অডলট মার্কেটে রয়েছে এক শ্রেণীর সংঘবদ্ধ চক্র। তারা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অডলটের শেয়ার কম দরে কিনে বেশি দরে বিক্রি করে। অর্থাৎ কোনো সাধারণ বিনিয়োগকারী অডলটের শেয়ার কিনতে গেলে তাকে বেশি দর দিয়ে কিনতে হবে। আর বিক্রি করতে গেলে কম দরে বিক্রি করতে হবে। আর নতুন নিয়ম চালুর ফলে বিনিয়োগকারীদের ভোগান্তি কমলা অডলটের ভোগান্তি কমলেও এতে সন্তুষ্ট নন স্টক এক্সচেঞ্জের মেম্বররা। কারণ একটি শেয়ার বিক্রি করতে তাদের যে পরিশ্রম, আবার ১ হাজার বিক্রিতে অথবা কিনতে একই পরিশ্রম।

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী