শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘যুদ্ধশিশু’

53935_e5

বিনোদন প্রতিবেদক :মহান বিজয় দিবস উপলক্ষে  ফের মুক্তি পাচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে নারীদের আত্মত্যাগ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘যুদ্ধশিশু’। মৃত্যুঞ্জয় দেবাক পরিচালিত এ ছবিটির আমদানিকারক ও পরিবেশক খান ব্রাদার্স। ছবিটি ইতিপূর্বে সারাদেশে মুক্তি পেয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ১২ই ডিসেম্বর ছবিটি সারাদেশে ফের মুক্তি দেয়া হচ্ছে বলে গতকাল এক প্রেস ব্রিফিংয়ে জানান আমদানিকারক প্রতিষ্ঠান খান ব্রাদার্সের পক্ষে সাইফুল ইসলাম চৌধুরী। তথ্য মন্ত্রণালয় আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রীর এপিএস আবদুল কাইয়ূম ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি সুদীপ্ত দাস উপস্থিত ছিলেন। স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিংয়ে ‘যুদ্ধশিশু’ ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ এবং স্বাধীনতা-পরবর্তী প্রজন্মকে ছবিটি দেখানোর জন্যই ফের মুক্তি দেয়া হচ্ছে 

বলে সাইফুল ইসলাম চৌধুরী জানান। ‘যুদ্ধশিশু’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন।

এ জাতীয় আরও খবর