শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রোবট যখন নিরাপত্তা প্রহরী

d6d2e240f5d214b9a9c44dd5ae33516c-robot

আন্তর্জাতিক ডেস্ক :গাড়ির গ্যারেজ এলাকা পাহারা দিচ্ছে নতুন এক নিরাপত্তা প্রহরী। তার চোখ কেউই ফাঁকি দিতে পারবে না। কারণ সে দেখতে পায় চারদিকেই। তার কাজে বাধা দিলেই সে বাজিয়ে দেবে অ্যালার্ম। এমনকি পরিস্থিতি অনুযায়ী কী করতে হবে, সেই সিদ্ধান্তও নিজেই নিতে পারবে সে। সম্প্রতি মাইক্রোসফটের সিলিকন ভ্যালির ক্যাম্পাসের এক অনুষ্ঠানে হাজির ছিল এমনই এক একটি বুদ্ধিমান রোবট প্রহরী। 

এ মাসের শুরুর দিকে যাঁরা মাইক্রোসফটের সিলিকন ভ্যালির ক্যাম্পাসে এসেছেন, তাঁদের সবাইকে অদ্ভুত এই নিরাপত্তা প্রহরীর মুখোমুখি হতে হয়েছে। পাঁচ ফুট উচ্চতার রোবট দেখে অনেকে আবার নভোযান মনে করে বসেছেন। ৫ নভেম্বর রাইজ অব দ্য রোবট নামের মাইক্রোসফট আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিল এই রোবট। ৩০০ পাউন্ড ওজনের এই নিরাপত্তা প্রহরীর নাম ‘কে৫’।

কে৫ রোবটের রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চারপাশের অবস্থা বুঝে কী করতে হবে, সেই সিদ্ধান্ত নিতে পারে এই রোবট। রোবটটিতে রয়েছে ক্যামেরা, সেন্সর ও বিশেষ অ্যালার্ম। অবশ্য এই রোবটের সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র যুক্ত করেনি মাইক্রোসফট। 

কে৫ নামের এই রোবট তৈরি করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান নাইটস্কোপ। একে বলা হচ্ছে স্বয়ংক্রিয় ডেটা মেশিন। এই রোবটের চারটি ক্যামেরা রয়েছে। ফলে চারপাশেই নজর রাখতে পারে এটি। এ ছাড়া এই রোবট গাড়ির লাইসেন্স প্লেটের নম্বর পড়তে পারে। এতে চারটি মাইক্রোফোন রয়েছে। আবহাওয়া বোঝার পাশাপাশি এটি জিপিএস ব্যবহার করে পথও চিনতে পারে। 

রোবট নির্মাতাপ্রতিষ্ঠানটির দাবি, এই রোবট নিরাপত্তা প্রহরীর ঘাড়ে একঘেয়েমি বিরক্তিকর কাজ চাপিয়ে দিয়ে মানুষ আরও জটিল ও সৃজনশীল কাজ করতে পারবে। আর রোবট নিখুঁতভাবে সামাল দেবে নিরাপত্তার কাজ।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন