শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও দুটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

news-image

Hasinaজনগণকে আরও উন্নত চিকিৎসা সেবা দিতে আরও দুটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুটি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি পূর্ণাঙ্গ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

বর্তমান সরকার মানুষের মৌলিক চাহিদা উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের করা কমিউনিটি ক্লিনিকগুলো বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। কারণ এগুলো আমরা করেছিলাম। এগুলো থাকলে মানুষ সেবা পাবে এবং তারা জানবে যে এগুলো আওয়ামী লীগ সরকার করে দিয়েছে আর তখন সকল ভোট আওয়ামী লীগ পেয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা যদি মানুষকে ভালো মানের সেবা দিতে চাই তাহলে আমাদের আরও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রয়োজন। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজশাহী এবং চট্টগ্রামে আরও দুটি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করবো।

চিকিৎসা খাতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই সারাদেশে আমরা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নিয়োগ করেছি। এখন শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। এছাড়াও প্রতিটি এলাকা ভাগ করে গ্রামে এবং শহরে আলাদা আলাদা ভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার ঘরে ঘরে চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে সারা দেশে আমরা অনেক হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। আশাকরি দেশের মানুষের চিকিৎসা খাতে আর কোনও কষ্ট থাকবে না।

রেল হাসপাতালকে জেনারেল হাসপাতাল করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রেল হাসপাতালকে জেনারেল হাসপাতাল করে দিলে শাহজাহানপুরসহ আশেপাশের এলাকার মানুষ সুবিধা ভোগ করবে।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ইতিমধ্যেই খাদ্যে ঘাটতি দূর করেছে। দারিদ্র্য ভাতা দেওয়া হচ্ছে। এখন আমাদের পুষ্টি নিশ্চিত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন