শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস সামনে রেখে পুলিশি অভিযানে নিহত ৩১

news-image

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ান গেমস সামনে রেখে ছোটখাটো অপরাধীদের ধরতে ইন্দোনেশিয়ার পুলিশের অভিযানে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ অভিযানকে অযৌক্তিক ও অতিরিক্ত বলে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পর্যবেক্ষণ করে সংস্থাটি বলছে, ৩১টি নিহতের ঘটনার সঙ্গে সরাসরি এশিয়ান গেমসের সম্পৃক্ততা রয়েছে। আজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে এই ক্রীড়া আয়োজন।

অ্যামনেস্টির ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেছেন, আন্তর্জাতিক একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন কখনও মানবাধিকার বিসর্জন দিয়ে হতে পারে না। এ হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ এবং প্রত্যেকটি ঘটনার তদন্ত হওয়া উচিত।-বিবিসি।