রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় হাই কমিশনার কসবার খেওড়া গ্রাম পরিদর্শন

aaaaaaaaaaaaaaপ্রতিনিধি : ভারতের রাষ্ট্রদূত পংকজ শরন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে ধর্মগুরু মা আনন্দময়ীর জন্মভিটা পরিদর্শন করেন। এ সময়ে তিনি সাংবাদিকদের বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সাথে বাংলাদেশের হাসিনা সরকারের সবচেয়ে ভালো সম্পর্ক আছে এবং থাকবে। ভারত সবসময় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। 

তিনি বলেন, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদুুৎ সরবরাহ করা হবে। আশুগঞ্জ নৌ-বন্দর, আশুগঞ্জের সাথে আখাউড়া স্থল বন্দরের সড়কের যাবতীয় উন্নয়ন করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভারত সরকার মেঘনা নদীর উপর দ্বিতীয় ভৈরব রেল সেতু, তিতাস নদীর উপর দ্বিতীয় তিতাস সেতু করার ব্যাপারেও কমিটেড। পুরো উন্নয়ন কর্মসূচী আমাদের বিশেষ বিবেচনায় রাখা প্যাকেজ। এটি অনেক বড় প্রকল্প। পর্যায়ক্রমে আমরা পুরো উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করবো। ভারত-বাংলাদেশের যে সকল সমস্যা রয়েছে তা আমরা সনাক্ত করে পর্যায়ক্রমে সকল সমস্যারই সমাধান করা হবে। তিনি আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে ভারতীয় হাই কমিশনের অর্থায়নে ১০টি কম্পিউটার, দুটি প্রিন্টার নিয়ে স্কুলে প্রতিষ্ঠিত কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন। স্কুলের পক্ষ থেকে পঙ্কজ শরণকে সংবর্ধনা দেওয়া হয়। আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পক্ষে তাকে সংবর্ধিত করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারি অ্যাডভোকেট. রাশেদুল কায়সার জীবন, স্কুল কমিটি ও শিক্ষার্থীরা। 
মঙ্গলবার দুপুর পৌনে ২টায় তিনি খেওড়া গ্রামে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপক শাহীন সুলতানা, মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপক বিলকিস বেগম, আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারায়ন চন্দ্র সাহা মনি ও স্থানীয় যুবলীগ নেতা হেলাল ভূঞা। তিনি পায়ে হেঁটে মা আনন্দময়ীর জন্মভিটায় যান। এসময় মন্দিরের পুরোহিত, এলাকাবাসী জয়ধ্বনি, আর উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়। পঙ্কজ শরণ মন্দিরে ঢুকে কিছু সময় প্রার্থনা করেন। ফেরার পথে পঙ্কজ শরণ আনন্দময়ীর মন্দিরকে তিনবার পরিভ্রমণ করেন। হাই কমিশনারকে জন্মভিটার পক্ষ থেকে পুরোহিত পলাশ ভট্টাচার্য কপালে তিলক পড়িয়ে দেন। ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ কসবার খেওড়া গ্রাম পরিদর্শনকালে তার সাথে ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব নীনা দেশপান্ডে।

এ জাতীয় আরও খবর

আইনগত সহায়তা দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার: আইনমন্ত্রী

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার নুসরাত

সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে নেতানিয়াহু

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত

দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে : রিজভী

ব্যাংকক থেকে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সব ধরণের কথা বলা রিস্ক: ইসি আলমগীর

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

তীব্র গরমে স্কুলের টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ১৩ শিক্ষক-শিক্ষার্থী

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ হতে পারে

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল