শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দূর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন -মোকতাদির চৌধুরী

rabiul moktaderডেস্ক রির্পোট : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব আবহমান কাল থেকে বাঙ্গালীর জীবনে এক অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আসে। সকল অশুভ চক্রের বিনাশ প্রার্থনার মধ্য দিয়ে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। বর্তমান সরকারের আমলে ব্যাপক আয়োজন আর উৎসাহ উদ্দীপনায় এই দূর্গা উৎসব পালিত হচ্ছে। অভিনন্দন বার্তায় তিনি বলেন, শেখ হাসিনার সরকার পরিপূর্ণ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মের অধিকার এ সরকারের আমলে ভোগ করছে। প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অংশই হচ্ছে ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষকে আহবান জানিয়েছেন শারদীয় দূর্গা উৎসব সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য। বিবৃতিতে তিনি আরো বলেন, দূর্গা উৎসব চলাকালে সকলকে সতর্ক থেকে যে কোনো প্রকার অশুভ অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে। তিনি দেশে অশুভ সকল প্রকার অপশক্তিকে রুখে শুভ শক্তির ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সনাতন ধর্মের সকলকে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার অনুরোধ জানান।