শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ পর্যন্ত কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের জীবন রক্ষার চেষ্টা করেনি

Hindu বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে গতকাল বেলা ১১টায় স্থানীয় আনন্দময়ী কালীবাড়ি থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য জহর লাল সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও জেলা সাংগঠনিক সম্পাদক প্রদ্যুৎ নাগ, সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেব, সদস্য রনদা বিক্রম চৌধুরী, হিন্দু মহাজোটের জেলা আহ্বায়ক প্রাণতোষ পাল, সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, গণ জাগরন মঞ্চের জেলা উদ্যোক্তা জিয়া কারদার লিয়ন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও মহাজোট নেতা সঞ্জয় রায় পোদ্দার, প্রদীপ চক্রবর্তী, সমজিত সাহা, সুভাষ দাস, চন্দন বণিক, সুদর্শন সাহা, বাপ্পী সাহা, পরিতোষ পাল, রানা গাঙ্গুলি, দোলাল ভৌমিক, দীপক মালাকার, রাজীব শীলসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, আজ পর্যন্ত কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের জীবন রক্ষা করেনি। সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন ও লুটপাট একের পর এক চলছেই। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার ইস্যু হিসেবে একটি দুষ্কৃতিকারী মহল এই অমানবিক কাজ করেই আসছে। সমাবেশ থেকে সাম্প্রদায়িক হামলার অন্তত একটি ঘটনার বিচার করে বিচারহীনতার এই সংস্কৃতি পাল্টাতে এখনই পদক্ষেপ নেয়ার সময় বলে দাবি করে নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের এই অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িক ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা মেনে নেয়া যায়না ও যাবেনা। আমরা এর প্রতিবাদ করেও বিচার পাচ্ছিনা। এসকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করে দুষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।