শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

bd women

এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে নেপালকে ৮১ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১০৮ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ২৬ রানে সবকয়টি উইকেট হারায় নেপাল ক্রিকেট দল।

১৭তম এশিয়ান গেমসের প্রমীলা ক্রিকেটের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট হাতে ৪ উইকেটে ১০৭ রান করেছেন সালমা-আয়শা-রুমানারা।

বাংলাদেশের পক্ষে আয়শা ৫১ রানে অপরাজিত ছিলেন। তার অর্ধশত রানের ইনিংসটিতে ২টি বাউন্ডারি ছিল। এ ছাড়া লতা মণ্ডল ১১ এবং শাহনাজ পারভিন ১২ রান করেছেন। বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন করেছেন ৫ বলে ৭ রান।

বল হাতে বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ও রুমানা আহমেদ ৩টি করে উইকেট নেন। এ ছাড়া দুটি করে উইকেট নেন জাহানারা আলম ও ফাহিমা খাতুন।

সালমা খাতুন তিন ওভার বল করেন। তার মধ্যে ২টি ওভার মেডেন নেন। রান দেন ১টি। উইকেট তুলে নেন ৩টি। রুমানা আহমেদ ২.৩ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে ৩টি উইকেট নেন।

বৃহস্পতিবার শক্তিশালী শ্রীলঙ্কা দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে জয় পেলে ফাইনালে উঠে যাবে সালমারা।