শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগর দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত-২০

attack (1)আবু কামাল খন্দকার : গ্রাম্য অধিপত্য বিস্তারের  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে দু’গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় অপু মিয়া (২৭) ও তরিকুল (১৫) কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুনরায় সংঘর্ষের আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানায়, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক সাহা। 
জানা যায়, গত ২৮ অগস্ট মাদক ব্যবসা নিয়ে গণিশাহ্ মাজারের সামনে ধরাভাঙ্গা গ্রামের নাজির আহম্মেদের সাথে নুরজাহানপুর গ্রামের মুনাফ মিয়ার কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সকালে ধরাভাঙ্গার গ্রামের লোকজন নুরজাহানপুর গ্রামের সাগর মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে পুনরায় সংঘর্ষে আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।