শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফারুকী খুনের ঘটনায় আটক ৩

farokiচ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।বুধবার দিবাগত রাতে নিহতের বাসা থেকে তাদের আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আটককৃতরা হলেন-রফিকুল ইসলাম, মো. শফিক ও মো. বেল্লাল।

জানা গেছে, নিহত ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক সম্পাদক, ইসলামিক ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও হাইকোর্ট মাজার জামে মসজিদের খতিব ছিলেন। তার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর নাম আয়েশা। তিনি মগবাজারে থাকেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর নাম লুবনা। তিনি রাজাবাজার থাকেন।

নিহতের ভাগ্নে মারুফ জানান, রাত ৮টার দিকে রাজাবাজারে তার নিজ বাসায় দুই যুবক প্রবেশ করে। এ সময় কাজের মেয়ে শরিফা ও মারুফসহ আরো ৪ থেকে ৫ জন বাসায় ছিলেন। দুই যুবক বাসায় প্রবেশ করার পর পরই আরো ৫ থেকে ৬ যুবক প্রবেশ করে। ফারুকী তখন ড্রইং রুমে বসে ছিলেন। দুর্বৃত্তরা মুখোশ পরা ছিলেন। তারা ফারুকীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাসার বাকি সদস্যদের অন্য আরেকটা রুমে বেঁধে রাখে। প্রতিবাদ করায় তারা ফারুকীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, এটা জঙ্গীবাদী কোনো গোষ্ঠির কাজ হতে পারে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা জানিয়েছেন তারা হুজুরের সঙ্গে মাহফিলের বিষয়ে আলাপ করতে তার বাসায় এসেছিলেন। জিজ্ঞাসাবাদ চলছে।

কমলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বলেন, উগ্রপন্থী ইসলামী দল ও জামায়াতে ইসলামী এ খুনের ঘটনায় জড়িত থাকতে পারে।

নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


 

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে ৬ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকচাপায় অটোভ্যানের চালকসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’