শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী টেস্টে হাফ সেঞ্চুরির হাফ সেঞ্চুরি মাহেলার

jay sanকলম্বো: ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসে হাফ সেঞ্চুরি করে নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন লঙ্কান তারকা মাহেলা জয়াবর্ধনে। টেস্টে অষ্টম খেলোয়াড় হিসেবে হাফ সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করেন তিনি। সর্বাধিক ৬৮টি হাফ সেঞ্চুরি করে এই ক্লাবকে নেতৃত্ব দিচ্ছেন কিংবদন্তি তারকা শচীন টেন্ডুলকার।

রোববার টেস্টের চতুর্থ দিনে ৫৪ রান করে আজমলের বলে শেহজাদকে কট ফিরে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন মাহেলা। বিদায় ঘটে এক কিংবদন্তির।

ক্যারিয়ারের ১৪৯টি টেস্টে মাহেলার রান সংখ্যা ১১ হাজার ৮১০। ৩৪টি সেঞ্চুরির পাশাপাশি ৫০টি হাফ সেঞ্চুরি করেন এই লঙ্কান গ্রেট।  ২০০৬ সালে প্রিয় মাঠ কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার সেরা ৩৭৪ রানের ইনিংস খেলেন মাহেলা।

বিদায়ী টেস্টে সেঞ্চুরির মাধ্যমে নিজের বিদায়কে রঙিন করতে পারবেন কী-না সেটা সময়ই বলে দিবে।