শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ভারত সীমান্তের কমলাসাগরে সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

bgb bsf picture 05-08-2014আজ মঙ্গলবার বাংলাদেশ ভারত সীমান্তের ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন সীমান্ত পিরার ২০৩৯ এম এর কাছে ভারতের কমলা সাগর গেস্ট হাউজে বাংলাদেশের বিজিবি কুমিল্লা সেক্টর ও ত্রিপুড়ার গোকুলনগর সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ গোকুল নগর সেক্টরের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ১০ টা থেকে এ সম্মেলনে বিজিবির পক্ষে উপমহাপরিচালক মোঃ জিল্লুল হক পিএসসি ও ভারতের পক্ষে বিএসএফ-এর গোকুলনগর সেক্টরের ডি আই জি সি.বি.এস তুলিয়া নেতৃত্ব দেন। এতে বিএসএফ ও বিজিবির সেক্টর অধিনায়ক, স্টাফ অফিসারগণ অংশ নেন। সম্মেলন সম্পর্কে বিজিবির উপ-পরিচালক জিল্লুল হক পিএসসি জানান,উক্ত সম্মেলনে দুদেশের সীমান্তের স্বার্থ সংশ্লিস্ট বিষয়, আখাউড়া দিয়ে ভারত থেকে আসা ক্যামিকেলের বর্জ্য পানি বন্ধে ভারতীয় খরুে উজানে এফলিয়েন্ট ট্রিটম্যান্ট প্লান্ট (ইটিপি) বসানো, ফেনির কহুয়া নদীতে বাঁধ নির্মানের বিষয়, প্রাধান্য পায় শান্তি সম্প্রীতি বজায় রাখা,প্রতিনিয়ত পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তের সমস্যা দ্রুত সমাধান, সীমান্তে গুলি বর্ষণ, নির্যাতন হত্যা প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার রোধে সুষ্ঠু ও সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।