বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় মাদক সেবনের দায়ে ৬ ব্যক্তির একমাস করে কারাদন্ড

Grafterশেখ মো. কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক সেবনের দায়ে ৬ ব্যক্তির একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিদের  মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন; কসবা উপজেলার কুটি গ্রামের মৃত আবুল খায়ের পুত্র সারোয়ার মিয়া, মৃত মুর্তুজ আলীর পুত্র ফারুক মিয়া, আবদুল মোতালেব মিয়ার পুত্র জামসেদ মিয়া, রাজু মিয়ার পুত্র রমজান মিয়া, একই উপজেলার বিষ্ণপুর গ্রামের ধনু মিয়ার পুত্র কবির মিয়া এবং পাশ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের শিবু চন্দ্র রায়ের পুত্র নন্দন চন্দ্র রায়। 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে; কসবা উপজেলার কুটি গ্রামের দক্ষিন পাড়া এলাকায় গত সোমবার রাতে গাজাঁর আসর বসিয়ে মাদক সেবন করার খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনকারীদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়।  
নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ বলেন; মাদক সেবনকারীরা আদালতের কাছে মাদক সেবনের কথা স্বীকার করেছেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ২৬ ধারা মোতাবেক সেবনকারী প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারদন্ড দেয়া হয়েছে। 
 কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান বলেন;   কারাদন্ড প্রাপ্ত ৬ ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়

ভারতীয় দলে সানজু, বাদ কেএল রাহুল

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

গরমের সঙ্গে বেড়েছে কলেরা রোগী

হিট স্ট্রোক: সাত দিনে ১০ জনের মৃত্যু