মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নাজমুল হক নাজু

kazi nazmul huq nazuবাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিস্ট স্কাউটার ব্রাহ্মণবাড়িয়ার সন্তান কাজী নাজমুল হক নাজু। বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৩১ জুলাই, ২০১৪ তারিখে কাজী নাজমূল হক নাজু’কে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেন। কাজী নাজমূল হক নাজু আগামী ০৩ বছর বাংলাদেশ স্কাউটস এর এক্সটেশন স্কাউটিং বিভাগের জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, কাজী নাজমুল হক নাজু ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ার সন্তান। স্বাধীনতার  পর ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউট আন্দোলন গতিশীল করতে তিনি অনবদ্য ভ’মিকা রাখেন । তিনি জেলার প্রথম স্কাউটের মুক্ত দল তিতাস মুক্ত স্কাউট দলের অন্যতম প্রতিষ্ঠাতা। নাজমুল হক নাজু পর্যায়ক্রমে বাংলাদেশ স্কাউটস এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এদিকে কাজী নাজমুল হক নাজু জাতীয় কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ নবীন স্কাউট, স্কাউটাররা আনন্দ প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। 
তিতাস মুক্ত স্কাউট দলের প্রাক্তন স্কাউট, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন এক বিবৃতিতে কাজী নাজমুল হক নাজুকে  অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়া নাজমুল হক নাজুর এ নিয়োগে বাংলাদেশ স্কাউট আন্দোলন নতুনমাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।