শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ : খাদ্যমন্ত্রী

image_111948.kamrul

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ঈদের পরে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে। তিনি বলেন, 'তাদের যদি শুভবুদ্ধি হয়ে থাকে তবে, যে পথে তারা গত বছর হেঁটেছিল সে পথে আর পা বাড়াবে না। তারা যদি সে সন্ত্রাসের পথে পা বাড়ায় তবে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।'
কামরুল ইসলাম আজ সোমবার পুরান ঢাকার নাজিরা বাজারে ঢাকা ফাইন্ডেশান আয়োজিত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রি বিতরণপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা ফাউন্ডেশানের সভাপতি মনির হোসেন মন্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য দেন।
কামরুল ইসলাম বলেন, দেশের মানুষ খুব শান্তিতে আছে। কেউ যদি তা বিনষ্ট করতে চায় দেশের জনগণই তাদের প্রতিরোধ করবে। ঈদের পর আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে বলেও জানান তিনি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, পশ্চিমা মোড়লদের কাছ থেকে অর্থ নেয় বলেই মানবতাবাদী সংগঠনগুলো এখন নিশ্চুপ রয়েছে। ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা চলছে তা নিয়ে কোনো কথা বলছে না।