শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমনওয়েলথ-এর শুটিং ইভেন্টে বাংলাদেশী নারী

2014_Commonwealth_Games_Logo.svg_স্কটল্যান্ডে চলমান কমনওয়েলথ এর ২০তম গেমস্ এর গতকাল পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছে। শুটিং এর ইভেন্টে পদক জেতার আশা বাংলাদেশ এবং হয়েছেও তাই। এই গেমস্ এর প্রধান কেন্দ্র গ্লাসগোতে হলেও শুটিংয়ের ইভেন্টগুলো হচ্ছে ডান্ডিতে। সেখানেই আছে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল এর চুরান্ত পর্ব। এতে প্রতিদ্বন্তিতা করবেন বাংলাদেশের সাদিয়া সুলতানা এবং শারমিন আক্তার রতœা।
 
সৈয়দা সাদিয়া সুলতানার প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার কাছে সাধারনত অন্য প্রতিযোগিতা গুলো যেমন মনে হয় ঠিক তেমনই মনে হচ্ছে কমনওয়েলথ্ এর এই প্রতিযোগিতাটিও। দেশে যেমন হয় ঠিক তেমনি একটি প্রতিযোগিতা আর তেমন চাপ বা চিন্তা হচ্ছে না। এখানে প্রস্তুতি নেয়ার তেমন সুযোগ নেই কারণ আগের চেয়ে শুটারের সংখ্যাও বেড়েছে, তাই সময়ও কম পাওয়া যাচ্ছে। আগের মত যেমন বেশি সময় ধরে প্রস্তুতি নেয়া যেত এখন আর তেমন প্রস্তুতি নেয়ার সুযোগ হচ্ছে না।
 
প্রস্তুতিতে যেমন ভাল আপনি করেেছন তাতে কি মনে হয় আপনি তেমন ভাল করবেন এমন জবাবে তিনি বলেন, আমার মনে হচ্ছে ১৪ বা ১৫ মারতে পারলে আমি চুরান্ততে পৌছুতে পারব। আবার দেখা যাচ্ছে যে, প্রস্তুতিতে ১০ এর নিচেও যায় এর বেশীও হয়।
 
আপনার কি মনে হয় কম্পিটিটি অনুযায়ী সবার কেমন অবস্থা এর জবাবে সাদিয়া বলেন, ভারতের যারা, তারা আসলে ৪১০ বা ৪১৫ অথবা ৪১৭ করে করছেন। এখন আশা করি আমরাও ভাল একটা পর্যায়ে আমরা যেতে পারবো। বিবিসি।