শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফার নিয়ম ভঙ্গের জন্য শাস্তির হতে পারে জার্মান ফুটবলারদের।

riana_123191ফিফার নিয়ম ভঙ্গ করে বিশ্বকাপ ট্রফি স্পর্শ করায় শাস্তির মুখোমুখি হতে পারেন জার্মান ফুটবলাররা। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ বিজয়ী ফুটবলার ও রাষ্ট্রপ্রধান কেবল স্পর্শ করতে পারবেন শিরোপা। মারাকানার ফাইনালে শিরোপা জিতে জার্মানরা আনন্দের আতিশায্যে ফিফার এ নিয়মের কথা বেমালুম ভুলেই গেলেন!

মাঠে জার্মান ফুটবলারদের স্ত্রী-বান্ধবী, সন্তানদের বিশ্বকাপ ছোঁয়ার ক্ষেত্রে ফিফা নিয়ম কিছুটা শিথিল করেছে। তবে বিতর্ক সৃষ্টি হয়েছে পপগায়িকা রিয়ানা ট্রফি স্পর্শ করার পর।

রিয়ানা জার্মান ফুটবলারদের সঙ্গে উৎসব করার সময় নিজের হাতে ট্রফি নিয়ে তাতে চুমু দেন। সেই ছবি টুইটারে পোস্টও করেছেন। রিয়ানা লিখেছেন, কাপ স্পর্শ করেছি। ধরেছি। চুমু দিয়েছি। একটা সেলফিও তুলেছি! শোনা যাচ্ছে, ফিফার নিয়ম ভঙ্গের জন্য শাস্তি হতে পারে রিয়ানা ও জার্মান ফুটবলারদের। – See more at: