বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অচিরেই মানুষ মাউসের বদলে ব্যবহার করবে আঙুল

mouseঅচিরেই মানুষ মাউসের বদলে ব্যবহার করবে আঙুল। কাগজের পরিবর্তে অনলাইনে পড়বে খবর আর বই- একসময় এসবই ছিল ভবিষ্যদ্বাণী। এখন এগুলো বাস্তব।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির নিকোলাস নিগ্রোপন্টে প্রথম ভবিষ্যদ্বাণীটি করেছিলেন ১৯৮০ সালে। দ্বিতীয়টি ১৯৯৫-এ। সেই নিকোলাস এবার বলছেন, খাবার বড়ি গিলেই শিখে ফেলা যাবে কোনো একটি ভাষা। একটা বড়ি গিলে ফেললেই আয়ত্তে চলে আসবে শেকসপিয়ারের সাহিত্যমালা। সেই বড়ি পর্যন্ত পৌঁছাতে লাগবে মোটামুটি ৩০ বছর।

প্রযুক্তিবিষয়ক এই ভবিষ্যৎ বক্তার কথা সত্যি হলে মানুষ মুক্তি পাবে বইয়ের দাসত্ব থেকে। ঘণ্টার পর ঘণ্টা বইয়ে মুখ গুঁজে বসে থাকার পরিবর্তে একটি বড়ি গিলেই মাথায় গেঁথে নেওয়া যাবে কাঙ্ক্ষিত বিষয়। নিকোলাস জানান, হয়তো ৩০ বছরের মধ্যে সে রকম বড়ি তৈরি করা যাবে। এটি খেলে মানুষের রক্তের ভেতর তা মিশে যাবে। আর রক্তে মিশে যাওয়া মানে সেটি মস্তিষ্কে পৌঁছে যাওয়া। মস্তিষ্কে পৌঁছে সঠিক জায়গায় সংরক্ষিত হয়ে যাবে প্রয়োজনীয় তথ্য।
সূত্র :প্রিয়