শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির কঠোর আন্দোলনের ডাকে সরকার দিশেহারা

rijviবিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ঈদের পরে বিএনপির ঘোষিত কঠোর আন্দোলনের ডাকে সরকার ভীত ও দিশেহারা হয়ে পড়েছে।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

আন্দোলনের ডাকে ভীত হয়ে সরকারের ঘুম হারাম হয়ে গেছে বলে দাবি করে রিজভী বলেন, ঈদের পর আন্দোলনের ঘোষণা দেওয়ায় সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার, হয়রানি ও গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে।

রিজভী বলেন, রোজার পরে আন্দোলনের ডাক দেওয়ায় ক্ষমতাসীনরা দিশেহারা হয়ে পড়েছে। তারা ভীত হয়ে এই রমজান মাসেও বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। পুলিশ গ্রেফতার বাণিজ্যে জড়িয়ে পড়েছে।

সরকার নিজেদের খায়েশ পূর্ণ করতে রাষ্ট্রীয় গণতন্ত্রের অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করেছে বলেও মন্তব্য করে তিনি।

মন্ত্রীরা চাকরি বাঁচাতে সব কিছু করছেন অভিযোগ করে রিজভী বলেন, অমল-ধবল ক্ষমতার জন্য, নিজের পাতে ক্ষমতার ঝোল ঢালতে কত কিছুই না করছে সরকার।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক আ. লতিফ জনি প্রমুখ।