শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা ও মডেল গার্লস এর প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার লটারী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরকারী শীর্ষ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার লটারী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুর ২.৩০টায় ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও উন্নয়ন imagesরিপন চাকমা অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় ও গভঃ মডেল গার্লস হাই স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারীর ফলাফল ঘোষনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাইরুল আলম সুমন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিমউল্লাহ, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন, মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা নাঈমা জান্নাত সহ উভয় স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। লটারীতে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শিক্ষার্থীর মধ্যে থেকে ৯০ জনকে বাছাই করা হয়। তার মধ্যে ৮৩ জন সাধারণ কোটায় ৫জন মুক্তিযোদ্ধা কোটায়, ২জন প্রতিবন্ধি কোটায় ও গভঃ মডেল গার্লস হাই স্কুলে মোট ৬০জনের মধ্যে সাধারন কোটায় ৫৪ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩জন, শিক্ষকদের কোটায় ৩জন। এসময় দুটি স্কুলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক ও শহরের বিশিষ্ট্য নাগরিকগণ উপস্থিত ছিলেন।