শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার আ’লীগের শীর্ষ ৪ নেতাকে বহিষ্কারের সুপারিশ

exclusionবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ গঠিত তদন্ত কমিটি। এছাড়া আরো দুই নেতাকে সতর্ক করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক সভায় সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, স্থানীয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগের অন্য সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বহিষ্কারের জন্য সুপারিশ করা চার নেতা হলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. নুরুল হক ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম ও তরুণ আওয়ামী লীগ নেতা শেখ কামাল।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মনির হোসেনকে সতর্ক করার জন্য সুপারিশ করা হয়েছে। 

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মুসলিম উদ্দিনের কাছে হেরে যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আবুল কাশেম ভূঁইয়া। পরে পাঁচ নেতার বিরুদ্ধে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ আনা হয়। তবে বহিষ্কারের সুপারিশ হওয়া শেখ কামালের নাম ওই সময়ে উঠে আসেনি। 

এ জাতীয় আরও খবর