শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৈলে জলে মিশে আগুন এখন বেগুনে

bagon॥প্রসন্ন দাস॥ পবিত্র মাহে রমজান শুরু হতে না হতেই বেড়ে গেল বেগুনের দাম । গত দুই থেকে চার দিন আগেও বেগুনের দাম ছিল ৫০-৬০ টাকা কেজি, কিন্তু আজ সেই  রমজান মাসের  প্রথম দিনেই তৈলে জলে আগুনে প্রতি কেজি বেগুনের দাম বেড়ে ১০০ টাকা খুচরা, পাইকারী দাম ৯০ টাকা। শহরের অন্যতম বর্ডার বাজারের স্থানীয় ক্রেতা ও বিক্রেতা সূত্রে জানা যায় বর্তমানে হঠাৎ করে বেগুনের দাম বৃদ্ধি পেল। একজন বিক্রেতা আমাদের জানান, প্রতি কেজি বেগুন আমাদের ৯০ টাকা করে কিনে আনতে হয় আর আমাদের বিক্রি করতে হচ্ছে ১০০ টাকা করে। এ ব্যাপারে হঠাৎ করে বেগুনের দাম বৃদ্ধির কারণে স্থানীয় ক্রেতাগণ ক্ষোভ প্রকাশ করেছে।