শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডে পরিত্যাক্ত

india bangবাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়ে গেল। এতে প্রথম দুই ওয়ানডেতে সাফল্য নিয়ে সফরকারীরা সিরিজ জিতলো পরিষ্কার ২-০ ব্যবধানে। শেরে বাংলা মাঠে কয়েক দফাএখলা বন্ধ করতে হয় আম্পায়ারদের।   এতে শেষ দফা খেলা বন্ধ করার আগে ভারতের সংগ্রহ ছিল ১১৯/৯। এতে ৪০ ওভারের ম্যাচে ভারত খেলতে পেরেছিল ৩৪.২ ওভার। বাংলাদেশ দলের বল হাতে ২৭ রানে ৩ উইকেট পান সাকিব আল হাসান। ৮ ওভারের স্পেলে ১৫ রানে ২ উইকেট নেন পেস তারকা তাসকিন আহমেদ।  অপর পেসার আল আমিন হোসেনর শিকার ২৭ রানে দুই উইকেট।   বৃষ্টির কারণে খেলা ৪০ ওভারে সীমিত করা হয়। ২ দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় আড়াই ঘণ্টা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর  শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। কিন্তু যথারীতি বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটিতেও হানা দেয় বৃষ্টি। প্রথম দফা বৃষ্টির আগে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছিল ৪ উইকেট হারিয়ে ৩৭ রান। বৃষ্টি থামলে আম্পায়ার মাঠ পরিদর্শন করে বিকাল ৫টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেয়। এরপর খেলা শুরু হয় ১০ ওভার  কেটে।  ম্যাচটি ৪০ ওভারে অনুষ্ঠিত হবে। প্রথমবার ৮.৩ ওভার  শেষে বৃষ্টি শুরু হওয়ায় প্রায় ২৫ মিনিট বন্ধ ছিল খেলা। দ্বিতীয়বার বৃষ্টি নামে ১২.৩ ওভার  শেষে। ম্যাচের শুরু  থেকেই ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। তাসকিন তার করা প্রথম ওভারেই তুলে নেন ওপনিংয়ে নামা আম্বাতি রাইডুকে। বৃষ্টি নামার আগে মাত্র ৩ বল করতে পেরেছেন তিনি। এ ছাড়া দিনের প্রথম  ব্রেক থ্রো এনে দিয়েছেন মাশরাফি। আল-আমিন হোসেনও  পেয়েছেন ২টি উইকেট।বাংলাদেশ তৃতীয় ওয়ানডে ম্যাচে ১টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। জিয়াউর রহমানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সোহাগ গাজী। অন্যদিকে ভারতেরও একটি পরিবর্তন রয়েছে। অমিত মিশ্রের পরিবর্তে দলে সুযোগ  পেয়েছেন মনোজ তেওয়ারি। পুনরায় ব্যাট করতে নেম ভারতের সংগ্রহ ২২ওভারে ৫উইকেট হারিয়ে ৮৫ রান। ক্রিজে আছেন ঋদ্ধিমান সাহা ও চেতেশ্বর পুজারা।