শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের সামরিক বিমান ভূপাতিত, নিহত ৪৯

ukrane_78921রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুগানস্ক নগরীতে দেশটির একটি সামরিক পরিবহন বিমান গুলি করে ভূপাতিত করেছে। এতে ওই বিমানের ৪৯ আরোহী নিহত হয়েছেন।শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা ইউক্রেনের সামরিক বাহিনীর পরিবহন বিমান ইলিউশিন-৭৬কে লক্ষ্য করে গুলি ভূপাতিত করে। বিমানটিতে পালাক্রমে দায়িত্ব পালনের জন্য সৈন্য আনা নেয়া করা হচ্ছিল। লুগানস্ক বিমানবন্দরে বিমানটি অবতরণ করার কথা ছিল।চার ইঞ্জিন বিশিষ্ট এ বিমানে করে বিভিন্ন সরঞ্জামাদিও বহন করা হচ্ছিল।মন্ত্রণালয় নিহত সৈন্যদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।সামরিক মুখপাত্র ভ­াদিস্লাভ সেলেজনভ জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত খবর অনুযায়ী ওই বিমানে থাকা ৪৯ সৈন্য নিহত হয়েছেন।
রাশিয়াপন্থী বিদ্রোহীরা লুগানস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর ধারাবাহিক হামলা শুরু করার এক সপ্তাহেরও কম সময় পর বিমান ভূপাতিত করার এ ঘটনা ঘটলো।রুশ সীমান্তের কাছে অবস্থিত লুগানস্ক দু’টি পূর্বাঞ্চলের একটির প্রধান শহর। মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ওই অঞ্চলে সহিংসতা চালিয়েছে। অঞ্চলটি কিয়েভ থেকে স্বাধীনতা ঘোষণা করে।

উল্লেখ্য, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ‘সন্ত্রাস বিরোধী’ অভিযানে গত দু’মাসে কমপক্ষে ২৭০ জনের প্রাণহানি ঘটেছে।