বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জুন মাসের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু হবে’

6666যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ মাসের মধ্যেই ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে পদ্মাসেতু নির্মাণ কাজের কার্যাদেশ প্রদান করা হবে। বর্তমানে দেশে ২০ হাজার বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে কোনো সমস্যা হবে না। একই সঙ্গে নদী শাসনের কাজও শুরু করা হবে।’তিনি আরও বলেন,‘ঢাকা মেট্রোরেলের কাজও জুন মাস থেকে শুরু করা হবে। মেট্রোরেল নির্মাণ কাজের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।’
 মন্ত্রী শনিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গাড়াবাড়িতে প্রায় সাড়ে ৪কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন ও মুগবেলাই কাটাখালি সেতুর ভিত্তি প্রস্ত স্থাপনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
 এ সময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনিরুজজামান উপস্থিত ছিলেন।
 

এ জাতীয় আরও খবর