শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান-আল মামুন সরকার

mamonবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়া হালদারপাড়ায় বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত কল্যাণী ইনক্লসিভ প্রাইমারী স্কুলে ড্রেন বিতরণ কালে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার জানান।গত সোমবার তিনি  স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কল্যাণী ইনক্লসিভ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, সহকারী শিক্ষক আবিদা সুলতানা, টিচার সহকারী ইয়ারিমা তালুকদার প্রমুখ। এ সময় স্কুলের ৬০ জন ছাত্র ছাত্রীর মাঝে নতুন ড্রেস প্রদান করা হয়।