শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তদন্ত সাপেক্ষে র‌্যাবের বিরুদ্ধে মামলা গ্রহনের নির্দেশ

flooowবার্তা কক্ষঃর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) ভৈরব ক্যাম্পের অধিনায়কের বিরুদ্ধে তদন্তপূর্বক হত্যা মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালত। রোববার ব্রাহ্মবাড়িয়া জেলা দায়রা ও জজ আদালতের বিচারিক হাকিম মোহাম্মদ কাউসার এ নির্দেশ দেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেষ্ঠ্য বিচারিক হাকিম (নবীনগর) নাজমুন নাহার ৪ জুন (গত বুধবার) নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে র‌্যাবের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহনের নির্দেশ দেন। পরের দিন ৫ জুন (বৃহস্পতিবার) মুখ্য বিচারিক হাকিম মোস্তাক আহমেদ সাহ্দানী বিচারিক হাকিম নাজমুন নাহারকে আমলী আদালত থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। নবীনগরের বগডহর গ্রামের শাহনূর আলমকে (৪৩) নির্যাতন করে হত্যার অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে মামলা করতে গত রোববার আদালতের দ্বারস্থ হন তাঁর ভাই মেহেদী হাসান। এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার গত বুধবার অধিকতর শুনানি শেষে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়কের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করতে নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারেরও নির্দেশ দেন আদালত।’ মামলায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া র‌্যাব-১৪-এর উপপরিদর্শক (এসআই) এনামুল হক, নবীনগরের কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলাম ও উপজেলা সদরের আবু তাহেরের (যিনি শাহনূরের বিরুদ্ধে মামলা করেছিলেন) নাম উল্লেখসহ র‌্যাবের অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) এনামুল হক র‌্যাবের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে র‌্যাবের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহনের নির্দেশের বিরুদ্ধে মামলা মোশনের জন্য আবেদন করেন। বাদীপক্ষের প্রধান আইনজীবী খায়রুল আনাম বলেন,‘ জেলা জজ আমলী আদালতের আদেশ পরিবর্তন করে এভাবে আদেশ দিতে পারে না। এ আদেশ সম্পূর্ণ বেআইনী ও এখতিয়ারভুক্ত। তিনি আরও বলেন, যদি আমলী আদালতের আদেশে ঠিক হয়ে না থাকত তাহলে তিনি নি¤œ আদালতকে আদেশ পরিবর্তনের জন্য পুনরায় আদেশ দিতে পারত। আসামী পক্ষের আইনজীবি কামরুজ্জামান অপু জানান,‘ নি¤œ আদালতের আদেশের উপর স্থিতিআস্থার জন্য জন্য জেলা জজ আদালতে আবেদন করা হয়েছে। এভাবে মোশনের জন্য আবেদন করতে পারেন কিনা জানতে চাইলে তিনি জানান, যেহেতু আদালত র‌্যাবের বিরুদ্ধে মামলা গ্রহনের নির্দেশ দিয়েছে তাই র‌্যাবের পক্ষ থেকে তিনি মোশনের জন্য আবেদন করেছেন।