শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৫ জুন ঢাকা আসছেন সুষমা স্বরাজ

Sushma_Swaraj_bg_435089551ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী ২৫ জুন ঢাকা আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের নিমন্ত্রণ জানাতে নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে তিনি বাংলাদেশে আসছেন। নতুন বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই হবে তার প্রথম বিদেশ সফর৷ সুষমা স্বরাজ এমন একটি সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, যখন বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ কয়েকটি অমীমাংসিত সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছে। তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে কংগ্রেস নেতৃত্বাধীন গত সরকার অনেকটাই এগিয়েছিল। তবে বিজেপি এই দুটি বিষয়ে গুরুত্ব দেবে বলে মোদীর সরকার পক্ষ থেকে জানানো হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে হরিয়ানার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতীয় রাজনীতিতে স্থান পান সুষমা। এর আগেও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সুষমা। এর আগে অটল বিহারি বাজপাই সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। হরিয়ানা সরকারের শিক্ষা এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন ৭ বারের এই পার্লামেন্টারিয়ান।