শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ৩ বছর পর মুক্ত বাংলাদেশি ৭ নাবিক

mv+albedo_10656সাড়ে ৩ বছর পর সোমালি জলদস্যুদের কবল থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশের সাত নাব্কি। আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে মালয়েশিয়ার পতাকাবাহী এমভি আলবেডো ২০১০ সালে ভারত মহাসাগরে ছিনতাই হওয়ার সময় ওই সাত বাংলাদেশি জাহাজটিতে ছিলেন। ছিনতাইয়ের পর জাহাজটি ডুবে গেলে নাবিকদের অন্য একটি জাহাজে তুলেছিল জলদস্যুরা। এতদিন ধরে জলদস্যুদের হাতেই আটক ছিলেন তারা। সাত বাংলাদেশিকেই জলদস্যুরা ছেড়ে দিয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার বলেছে, জিম্মি থাকা নাবিকরা সুস্থ রয়েছেন এবং তাদের কেনিয়ার রাজধানী নাইরোবি নেয়া হচ্ছে। নাইরোবি পৌঁছানোর পর তারা হোটেলে থাকবেন, সেখানে বাংলাদেশ দূতাবাস তাদের দেখভাল করবে। সেখানে আগা খান হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। সোমালি জলদস্যুদের কাছ থেকে মুক্ত নাবিক জাকির হোসেন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।