শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কানে পানি ঢুকলে কিভাবে বের করা যায়?

ear-careগোসল করতে গিয়ে অসাবধানতাবশত প্রায়ই আমাদের কানে পানি ঢুকে যায়। আর এজন্য বেশ বিড়ম্বনায় পরতে হয় আমাদের।তাৎক্ষনিকভাবে অস্বস্তি লাগা ছাড়াও কানে পানি রয়ে গেলে দীর্ঘ মেয়াদী নানান রকম সমস্যা সৃষ্টি হতে পারে।

জেনে নিন কানে পানি ঢুকলে কিভাবে বের করবেন-

কানে পানি ঢোকা মাত্রই যে কানে পানি ঢুকেছে সে দিকে মাথা কাত করে রাখুন। এরপর কানের লতি ধরে এমনভাবে টেনে রাখুন, যাতে কানের ভেতরের পানি বের হয়ে যেতে পারে। এভাবে কানের ভেতরের পানি বের না হলে হাত দিয়ে কান এমনভাবে চেপে ধরুন যাতে বাইরের বাতাস কানের ভেতরে এবং ভেতরের বাতাস বাইরে বের হতে না পারে। এরপর মাথাটা এমনভাবে কাত করে রাখুন যাতে পানি বের হয়ে আসতে পারে।তারপরও পানি বের না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কটন বাড দিয়ে বের করার চেষ্টা করবেন না। কটন বাড কানের পর্দার ক্ষতি করে। এছাড়া কানের ভেতরে তেল কিংবা কাঠি দিয়ে পানি বের করার চেষ্টা করবেন না। এতে সমস্যা কমে না, বরং কানের পর্দার ক্ষতির হওয়ার সম্ভবনা বেড়ে যায়।