শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসির দলে নেই কেন ? দেখুন হাথুরুর ব্যাখ্যা

news-image

তিনি দলে নেই। কিছুদিন ধরে টিম বাংলাদেশের বাইরে। তবে দলে না থেকেও এখন সময়ের সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম নাসির। সাধারণ দর্শক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরের না থাকা নিয়ে তোলপাড়।

নিউজিল্যান্ড সফরে নাসির কেন নেই? তাকে কি কারণে নেয়া হয় না? তিনি কি কোচ চন্ডিকা হাথুরুসিংহ ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর চক্ষুশূল? নানা প্রশ্ন চারদিকে।

তবে আজ সেসব প্রশ্নের জবাব দিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানিয়ে দিয়েছেন নাসিরকে রাখা হয়নি দলে। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, নাসির কেন নেই? তাকে কেনইবা বিবেচনায় আনা হচ্ছে না? তবে কি নাসির টিম ম্যানেজমেন্টের চক্ষুশূল?

এসব প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের কোচের সোজাসাপ্টা উত্তর, আমাকে আপনি (প্রশ্নকর্তা সাংবাদিককে) যখন নাসিরের বিষয়ে প্রশ্ন করছেন, কারণ হয়তো অনেকের মতো আপনার ধারণা আমারও এখানে ভূমিকা আছে। মোটেও তা নয় !’

এর পরের লাইনে হাথুরু আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, তার কোচিং দর্শনে কোনো ক্রিকেটারের প্রতি বিদ্বেষ পোষণের জায়গা নেই। তিনি ক্রিকেটারকে বেছে নেন পারফরম্যান্স দেখে। তার ভাষায়, নাসিরের পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি একটুও।

এজন্যই কোচের মুখে এমন সংলাপ, ‘কিচ্ছু বলার দরকার নেই। পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ক্রিকেটার বেছে নেয়ার কাজে আমার মানদণ্ড দুটি। আমি দুটি বিষয় দেখেই কাউকে পছন্দ করি বা বেছে নেই। এক হচ্ছে তার পরিসংখ্যান। দুই দলে রাখা তার অবদান। দুই জায়গায়ই নাসির পিছিয়ে। শুধু গত দুই বছর ঢাকা প্রিমিয়ার লিগ ও ঘরোয়া আসরে নাসিরের পরিসংখ্যানটা একটু ঘেঁটে দেখুন। পরিষ্কার হয়ে যাবে নাসির কেন দলে নেই?’

লিগে পারফরমার নন বলেই নাসিরকে দলে নেয়া হয়নি বলে জানান তিনি, ‘যে ক্রিকেটার ঢাকা লিগে ভালো পারফর্ম করতে পারে না, তাকে জাতীয় দলে নেয়ার যৌক্তিকতা আছে? গত দুই বছরে ওর রেকর্ড দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। আমি পরিসংখ্যান ও দলে অবদান দেখে কাজ করি। সে তো কোনো অবদান রাখতে পারেনি। আর এই সিরিজে নিউজিল্যান্ডের কন্ডিশনে আমরা হয়তো তিনজন সিমার নিয়ে খেলব। স্কোয়াডে একই রকম ক্রিকেটার দুজনের বেশি বয়ে বেড়ানোর দরকার নেই।’

তাহলে কি নাসিরের সম্ভাবনা একেবারেই শেষ? তার দলে ফেরার কোনোই পথ নেই? ‘না তা কেন হবে? আছে। নাসিরকে প্রচুর রান করতে হবে এবং উইকেট নিতে হবে!’