মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের টাকায় লাশবাহী গাড়ি ছাড়িয়ে দিলেন ওসি

%e0%a6%95%e0%a6%9a%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : নিজের পকেটের টাকা দিয়ে এলাকার এক গরীব ব্যক্তির লাশ ছাড়িয়ে দিলেন বাগেরহাটের কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম।
রোববার দুপুরে অ্যাম্বুলেন্সে করে নিজ বাবার লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন উপজেলার আন্ধারমানিক এলাকার জনৈক মাহমুদ। মাওয়া ফেরিতে গাড়ির ভাড়া পরিশোধ করতে না পারলে ফেরিঘাট কর্তৃপক্ষ গাড়িটি আটকিয়ে রাখে। উপায় না পেয়ে মাহমুদ কচুয়া থানার ওসিকে ফোন দেন। এসময় দিলে ফেরিঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করেন ওসি কবিরুল ইসলাম।
মাওয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিসির ইনেসপেক্টর মো. দিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের আচরণে পুলিশের ভাবমূর্তি উজ্জল হয়।
কচুয়া থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, মানবিক কারণে আমি সহায়তা করেছি। তবে আমি তাদেরকে চিনি না।