শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বিঘ্নিত

Train  line faleরেলপথে নাশকতার কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে একটি অ্যাডভ্যান্স পাইলট ট্রেন লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার ভোরে দুবৃর্ত্তরা এই রেললাইনের ফিসপ্লেট ও নাট-বল্টু খুলে নিলে এ ঘটনা ঘটে।

এর ফলে সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী থেকে ঢাকাগামী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পার্শ্ববর্তী লাইন অক্ষত থাকায় ঢাকা থেকে ওই সব রুটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলপথের নিরাপত্তার জন্য চালু করা ইঞ্জিনবিশিষ্ট এই শাটল ট্রেনটি আখাউড়া জংশন থেকে ছেড়ে আসার পর লাইনচ্যুত হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, রেলের মেরামতকারী দল লাইনচ্যুত হওয়া অ্যাডভ্যান্স পাইলট ট্রেনটি উদ্ধারের জন্য কাজ করছে।

দুপুর নাগাদ এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।