শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে ফুজিত্সুর নতুন ল্যাপটপ

বাজারে এসেছে ফুজিত্সু ব্র্যান্ডের এএইচ-৫৪৪ মডেলের ল্যাপটপ। এই মডেলের ল্যাপটপটিকে লাইফবুক সিরিজের মধ্যে রেখেছে ফুজিত্সু। বাংলাদেশের বাজারে ফুজিত্সুর এই ল্যাপটপ বিপণন করছে কম্পিউটার সোর্স।



বিপণনকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফুজিত্সুর নতুন এই ল্যাপটপের বিশেষ ফিচার হচ্ছে টিপিএম বা ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল যা পিসিতে সংরক্ষিত তথ্যকে নিরাপদ রাখে। লাইফবুকটিতে আছে চতুর্থ প্রজন্মের ২.৫ গিগাহার্টজের টার্বোবুস্ট প্রযুক্তির কোর আই-৫ প্রসেসর।



১৫.৬ ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত ল্যাপটপটিতে আছে ইনটেল এইচডি ৪৬০০ গ্রাফিকস, ৫০০গিগাবাইট হার্ডডিস্ক, ৪জিবি ডিডিআর থ্রি র্যাম। অবশ্য এতে দুটি স্লটে ৮জিবি করে মোট ১৬জিবি র্যাম ব্যবহার করা যায়। একবার চার্জে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম ফুজিত্সু ‘এ’ সিরিজের লাইফবুকটি।



কম্পিউটার সোর্স জানিয়েছে, ল্যাপটপটিতে এক বছররের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে তারা। এ ছাড়া ল্যাপটপ কিনলে ফুজিত্সুর একটি ল্যাপটপ ব্যাগও বিনা মূল্যে দেওয়া হবে।

ফুজিত্সুর এই ল্যাপটপটির দাম ৫৮ হাজার টাকা।