শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজ মালয়েশীয় বিমানের তথ্য প্রকাশ

MHমালয়েশিয়া এয়ারলাইনের নিখোঁজ বিমান ফ্লাইট এমএইচ৩৭০ গতিপথ নির্ধারণ করতে যে সকল তথ্য ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করেছে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা ও ব্রিটিশ স্যাটেলাইট ফার্ম ইনমারসাত।

বিমানটির নিখোঁজ আরোহীদের আত্মীয়স্বজনের দাবীর মুখে মঙ্গলবার এসব তথ্য প্রকাশ করেছে পক্ষ দুটি।

অধিক স্বচ্ছতার দাবীতে নিখোঁজ বিমানের গতিপথ নির্ধারণে ব্যবহৃত তথ্য প্রকাশ করার দাবী জানিয়ে আসছিল নিখোঁজ আরোহীদের আত্মীয়স্বজন।

মঙ্গলবার তারা জানিয়েছেন, ইনমারসাত ও মালয়েশীয় কর্মকর্তাদের প্রস্তুতকৃত তথ্যের প্রতিবেদন তারা পেয়েছেন এবং সেগুলো তারা নিজেদের ফেইসবুক পৃষ্ঠায় প্রকাশ করেছেন।

গত সপ্তাহে ইনমারসাত জানিয়েছিল, নিখোঁজ বিমান থেকে স্যাটেলাইটের (কৃত্রিম উপগ্রহ) মাধ্যমে পাওয়া সাত জোড়া নাম্বারের ১৪টি তথ্য ব্যবহার করে বিমানটির গতিপথ নির্ধারণ করা হয়েছে। ওই সাত জোড়া নাম্বারের একটিতে ছিল সময় সম্পর্কে তথ্য ও অন্যটিতে ফ্রিকোয়েন্সি সম্পর্কে তথ্য।

মার্চের ৮ তারিখ রাতে কুয়ালালামপুর ও বেইজিংয়ের নিয়মিত ফ্লাইট কর্মসূচীর অংশ হিসেবে ৩৩৯ জন আরোহীসহ বোয়িং ৭৭৭ বিমানটি মালয়েশিয়া থেকে রওয়ানা হয়েছিল। কিন্তু রওয়ানা হওয়ার এক ঘন্টা পরই বিমানটি রহস্যজনকভাবে মধ্যাকাশ থেকে হারিয়ে যায়।

পরবর্তী তদন্তে বিমানটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে ভারত মহাসাগরে যেয়ে বিধ্বস্ত হয়েছে বলে ধরে নেয়া হয়।