বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

brahmanbaria-sm20140129151135ডেস্ক রিপোর্ট :প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। তিনি গতকাল শুক্রবার সকালে পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলাই মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মান সহ শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে। শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান সহ বিভিন্ন ধরনের উৎসাহ দিচ্ছে। তিনি একটি উন্নত জাতি গঠনে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়ার জন্য অভিভাবক ও  শিক্ষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা খালেদ জামিল ও পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই মাস্টার। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও অভিভাবক গণ বক্তব্য রাখেন।