শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : অর্থমন্ত্রী

Finance_Minister_Muhith_03_53179ডেস্ক রির্পোট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৫ তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত পাঁচ বছরে জাতীয় রাজস্ব আদায় হয়েছে ৩ শতাংশ। আগামী ৫ বছরে আমাদের রাজস্ব আদায়ের টার্গেট ৫ শতাংশ ।

অর্থমন্ত্রী বলেন, জাতীয় উৎপাদনে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।

তিনি বলেন, তামাক স্বাস্থ্যহানি করে। বর্তমানে বিড়ি শিল্প বলতে কোন শিল্প নেই। সবই এখন সিগারেট হয়ে গেছে। তাই বিড়ি শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এম এ সামাদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।   


সামাজিক স্থিতিশীলতার জন্যই আমাদের সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সরকারের সকল স্তরের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি অন্যথায় কাঙ্খিত বিনিয়োগ হবে না বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।