বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাইলেই পাবেন গোলাপী ঠোঁট

lipআপনার ঠোঁট কি কালচে। কিছুতেই গোলাপী হচ্ছে না? কিছু নিয়ম মেনে চলুন, কালচে ভাব চলে যাবে।

বেশি সময় ধরে ঠোঁট শুষ্ক রাখবেন না। যাদের ঠোঁট এমনিতেই শুষ্ক তারা ঠোঁটে চ্যাপস্টিক বা লিপবাম ব্যবহার করতে পারেন।

দুধের সর বেঁটে মাঝে মাঝে ঠোঁটে লাগান, এতে ঠোঁট নরম থাকবে।

রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে ক্লিনজিং মিল্ক বা কোল্ড ক্রিম লাগিয়ে কিছু সময় পর ভেজা তুলা দিয়ে মুছে ফেলুন। হালকা নারিশিং ক্রিম লাগিয়ে ঘুমাতে যান।

এছাড়া ঠোঁটের কালচে ভাব দূর করতে যা করতে পারেন-

ফ্রিজে রেখে ঠাণ্ডা করা মুলতানি মাটির সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণে তুলা ভিজিয়ে ঠোঁটের ওপর হালকাভাবে ঘষে দশ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এটা সপ্তাহে দুবার করলে আস্তে আস্তে কালচেভাব দূর হয়ে যাবে।