শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলের প্লে-অফে কার প্রতিপক্ষ কে এবং কে কবে খেলছেন?

5স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল ) নমব আসরের গ্রুপ পর্বের খেলা। এর মধ্যে নির্ধারিত হয়ে গেছে প্লে-অফে খেলা চারটি দল। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে প্লে-অফের খেলা।

এদিকে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স এবং সমান সংখ্যক ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গৌতম গম্ভিরের কলকাতা নাইট রাইডার্স।

প্লে-অফ পর্বে রয়েছে দুটি কোয়ালিফায়ার ম্যাচ ও একটি এলিমিনেটর ম্যাচ। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় সেরা দুই দল গুজরাট ও ব্যাঙ্গালুরু।
আগামীকাল ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যে দল জিতবে, সেই দল সরাসরি চলে যাবে আইপিএলের ফাইনালে।

প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ফাইনালে ওঠার জন্য তারা আরেকটি সুযোগ পাবে। পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা হায়দ্রাবাদ ও কলকাতার মধ্যকার এলিমিনেটর ম্যাচটি থেকে বিজয়ী দলের মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল।

অপরদিকে বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় হায়দ্রাবাদ ও কলকাতার লড়াইয়ে পরাজিত দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। এখান থেকে বিজয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে।

এটাই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ২৭ মে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলার সুযোগ পাবে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন