শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাহিত্য একাডেমীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

প্রতিনিধি // ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষকে বরণ করতে অন্যান্য বছরের ন্যায় এবারও ৭দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে সাহিত্য একাডেমী। গত সোমবার স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত মেলা উদ্বোধন করেন  জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম,  মোরশেদুল ইসলামের সহধর্মীনি মনিরা মোর্শেদ মুন্নি, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিশির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য কর্মী ও লেখক অ্যাডভোকেট লিটন দেব, মেলা উদযাপন কমিটির সদস্য সচিব এ.কে.এম শিবলী। অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাহিত্য একাডেমীর পরিচালক অধ্যাপক মানবর্দ্ধন পাল।