শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়ের ধারায় শেখ রাসেল

2016_04_11_21_25_17_tL1rxYtWjAnkL8IXVoDKpghshjBbkx_originalস্পোর্টস ডেস্ক : স্বাধীনতা কাপ ফুটবলে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খ গ্রুপের ম্যাচে ২-১ ব্যবধানে রহমতগঞ্জকে হারিয়েছে তারা। টানা তিন জয়ে সেমির পথ অনেকটাই সুগম হলো মারুফুল হকদের।

ম্যাচের পাঁচ মিনিটেই লিড নেয় শেখ রাসেল। বাঁ দিক থেকে অধিনায়ক আতিকুর রহমান মিশুর মাপা ক্রসে লক্ষ্যভেদ করেন ইথিওপিয়ার ফরোয়ার্ড ফিকরু টেফারা। বক্সের মাঝ থেকে তার দর্শনীয় হেড রহমতগঞ্জ গোলরক্ষক আল আমিন শুধু চেয়ে চেয়ে দেখেছেন। এ নিয়ে তিন ম্যাচে ৫ গোল করে তালিকায় শীর্ষে উঠে এলেন ফিকরু। ৪ গোল নিয়ে তার পরেই আছেন শেখ জামাল ফরোয়ার্ড ওয়েডসেন।

১৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় শেখ রাসেল (২-০)। আবারও মিশুর থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক থেকে জাহিদ হোসেন এমিলি ক্রস দেন। রহমতগঞ্জের ডিফেন্ডাররা ফিকরুকে নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। তাই আনমার্কড থেকে যান পল এমিলি। মাটি কামড়ানো শটে দূরের পোস্টে গোল করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।

৮৫ মিনিটে রহমতগঞ্জের হয়ে ব্যবধান কমান রাশেদ (২-১)। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-১ গোলে পরাজিত করেছে চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টে চ. আবাহনীর এটি টানা দ্বিতীয় জয়।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন