মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের বোলিং উপদেষ্টা হচ্ছেন ওয়াসিম আকরাম

wasimবাংলাদেশ জাতীয় দলের বোলিং উপদেষ্টা হতে পারেন পাকিস্তানের কিংবদন্তী বোলার ওয়াসিম আকরাম। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের একটি বেসকরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এমন আগ্রহের কথা জানান তিনি।

একই অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান আকরাম খান। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, ওয়াসিম আকরাম বাংলাদেশ জাতীয় দলের বোলিং উপদেষ্টার দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি চায় তাহলে আকরাম এদেশের বোলিং উপদেষ্টার দায়িত্ব নিতে প্রস্তুত।

ওয়াসিম আকরাম বাংলাদেশের বোলিং উপদেষ্টা হচ্ছেন কিনা তা নির্ভর করছে বিসিবি সভাপতির সম্মতির ওপর। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এখন দুবাইয়ে রয়েছেন। বিশ্বকাপ শেষ করে ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)’র বোর্ড মিটিংয়ে অংশ নিতে পাঁচ দিনের সফরে দুবাই যান পাপন।

জানা গেছে, আগামী ১৩ বা ১৪ এপ্রিল দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে বোর্ড পরিচালকদের নিয়ে বোর্ড মিটিংয়ে বসবেন। বোর্ড মিটিংয়েই চূড়ান্ত হবে ওয়াসিম আকরামের বিষয়টি।