শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ৬ ঘন্টা অন্ধকারে সরাইল বিদ্যুৎ অফিস ঘেরাও

ashugonj-400x191সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : টানা সাড়ে ৬ ঘন্টা অন্ধকারে ছিল সরাইল। নিজ দেশের খেলা দেখতে না পারায় ক্ষুদ্ধ হয় স্থানীয় ক্রিকেট ভক্তরা। বিক্ষুদ্ধ লোকজন দফায় দফায় ঘেরাও করেছে বিদ্যুৎ অফিস। অবরোধ করেছে সড়ক। করেছে মিছিল। চড়াও হয়েছিল পুলিশের গাড়ির উপরও। সূত্র জানায়, গত রবিবার রাত সাড়ে ৭টা থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টি-টুয়েন্টি এশিয়া কাপের ফাইনাল খেলা ছিল। স্বদেশের খেলা বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখার জন্য সারাদিন প্রস্তুতি শেষ করে অপেক্ষায় ছিল সরাইলের অগণিত ক্রিকেট ভক্ত। প্রকৃতির বৈরী আচরনে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। ২ ঘন্টা বিলম্বে রাত ৯টায় শুরু হয় খেলা। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টায় চলে যায় গোটা সরাইলের বিদ্যুৎ। খেলা শুরু হওয়ার পরও বিদ্যুৎ আসছে না। আস্তে আস্তে ক্ষুদ্ধ হতে থাকে স্থানীয় ক্রিকেট ভক্তরা। এক সময় সহ¯্রাধিক কিশোর যুবক ক্ষুদ্ধ হয়ে মিছিল করতে থাকে। রাত সাড়ে ৯টার পর বিক্ষুদ্ধ লোকজন বিদ্যুতের দাবীতে দফায় দফায় স্থানীয় নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। ওই সময়ে বিদ্যুত অফিসে ছিল পুলিশ প্রহরা। পরে তারা উত্তেজিত হয়ে সরাইল-অরুয়াইল সড়কে চলাচল বন্ধ করে দেয়। রাত সাড়ে ১০টার দিকে বিক্ষুদ্ধ লোকজন পুলিশের গাড়ি দেখে চড়াও হয়ে হামলার চেষ্টা করে। রাত ১২টার পর আসে বিদ্যুৎ। তখন খেলা শেষ হতে মাত্র ৪ অভার বাকি। সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরন বিভাগ) সুব্রত রায় বলেন, হালকা ঝড় ও বৃষ্টির কারনে আশুগঞ্জের সোনারাম পুরের মাঠে ৩৩ কেভি লাইনের উপর গাছের ডাল পড়ে বিদ্যুতের বিপর্যয় ঘটে। সমস্য খুঁজে বের করে সংস্কার করতে সময় লেগেছে।