শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ২ দিনের কর্মসূচি মাতৃভাষা দিবস উপলক্ষে

 

নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিন ব্যাপি কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথসভা শেষে কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথসভায় দলের যুগ্ম মহাসচিব, সম্পাদক এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।BNP

কর্মসূচির মধ্যে রয়েছে- শহীদ দিবসের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এর পরপরই কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা ও শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন নেতাকর্মী।

২২ ফেব্রুয়ারি দুপুর ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকরা সভায় আলোচনা করবেন।

দিবসটি উপলক্ষে সারাদেশে দলের জেলা ও উপজেলা কার্যালয়ে ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। ওইদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় সুবিধামতো ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবেন।