শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটকের পর পাকিস্তানি কূটনীতিককে হাইকমিশনে হস্তান্তর

pakistan-flag_2999নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান থেকে আবরার রেহমাদ (৪০) নামে এক পাকিস্তানি কূটনীতিককে আটক করেছে পুলিশ।

গতিবিধি সন্দেহজনক হওয়ায় সোমবার গুলশান- ২ এর ৬৯ নম্বর রোড থেকে তাকে আটক করা হয়।

আবরার রেহমাদ বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের তথ্য সচিবের বিশেষ ব্যক্তিগত সহকারী বলে জানা গেছে।

আটকের পর আবরার রেহমাদকে পাকিস্তান হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের এডিসি মোরশেদ আলম বলেন, পাকিস্তানি কূটনীতিক আবরার রেহমাদের গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে আটক করা হয়।

তার মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স চায় পুলিশ। এ সময় তিনি লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। মোটরসাইকেলে বাংলাদেশী নম্বরপ্লেট লাগানো।

তিনি নিজেকে পাকিস্তান হাইকমিশনের প্রাইভেট সেক্রেটারি টু কাউন্সিল হিসেবে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাকিস্তান হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান মোরশেদ আলম।

এ জাতীয় আরও খবর